Header Ads

বিশ্ব শিক্ষক দিবসে সকল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও শুভকামনা _ শামসুন ফৌজিয়া


আজ ৫ই অক্টোবর, "বিশ্ব শিক্ষক"  দিবস।আজ এই দিনে প্রথমে স্মরণ করতে চাই আমাদের জীবনের প্রথম শিক্ষক মা ও বাবাকে। যাঁরা আমাদেরকে এই পৃথিবীর আলো দেখিয়েছেন, আমাদের মুখে বুলি শিখিয়েছেন।যাঁরা আমাদেরকে নৈতিক শিক্ষা সহ জীবনের সকল শিক্ষাই লাভের প্রয়াস দিয়েছেন তাঁদেরকে জানাই বিনম্র শ্রদ্ধা।


এবার আসি মা বাবার পরে আমাদের দ্বিতীয় জন্মদাতা আমাদের প্রাতিষ্ঠানিক বা স্কুল, কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠান সমূহে যে সকল শিক্ষক শিক্ষা দিয়েছেন তাঁদেরকে জানাই বিনম্র শ্রদ্ধা।কেননা বাবা মায়ের পরে আমাদেরকে যাঁরা নিজের সন্তানের মত, একজন অভিভাবকের মত শিক্ষা দিয়েছেন তিনিরা হচ্ছেন আমাদের স্কুলের শিক্ষক। 


আমরা যখন মায়ের কোল ছেড়ে স্কুলে ভর্তি হই সেই স্কুল হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আমাদেরকে হাতেখড়ি শেখান, অনেক কষ্ট স্বীকার করেন। আমরা ছোটবেলায় শিক্ষকদের কাছ থেকে যা শিখি তা জীবনের সকল কাজে ব্যবহার করি, মনে রাখি। শিক্ষকরা খুব ধৈয্য ও আন্তরিকতার সাথে অনেক সময় প্রতিকূল পরিবেশে ও আমাদের শিক্ষা দিতে পিছপা হননি। আমাদের ভবিষ্যতের সুনাগরিক হবার ভীত গড়ে দেন। আমরা বড় হয়ে মাধ্যমিকে, কলেজে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ শিক্ষা নিয়ে আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাই। যত বড় পদেই যাই না কেন আমরা কখনো আমাদের ছোটবেলার এবং সমস্ত শিক্ষা জীবনের কোন শিক্ষকদের কথা ভুলতে পারিনা। আমরা ছোট বেলার শিক্ষক যাদের হাত ধরে লেখা পড়া ও বর্ণ পরিচয় শিখি তাঁদেরকে সারাজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমাদের শিক্ষকদের দেখলে আমরা শ্রদ্ধা ভরে সালাম/আদাব ও কুশল বিনিময় করি। এটা যদি করতে না পারি তাহলে আমাদের সঠিক শিক্ষার অভাব রয়ে গিয়েছে বলে মনে করি। 


বছরের সকল দিনই শিক্ষকদিবস, তবুও আলাদা করে আজকের এই দিনে জীবনের সকল শিক্ষকদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। শিক্ষকতা মহান পেশা, জাতি গড়ার কারিগরদের প্রতি সব সময় আমাদের শ্রদ্ধা রয়েছে। প্রাথমিক শিক্ষা পরিবারের একজন প্রাক্তন শিক্ষক হিসাবে শিক্ষক দিবসে সকল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও শুভকামনা জানাই।

আমাদের যে সকল শিক্ষক পরকালে চলে গিয়েছেন তাঁদের আত্মার মাগফেরাত কামনা করি, জীবিতদের সুস্হাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করি। আবারো শিক্ষক দিবসে চলমান ও প্রাক্তন সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই। সকল শিক্ষকের ভালো থাকুন সম্মানের সাথে ।

Shamsun Fouzia 

New York, USA


No comments

Powered by Blogger.