পথশিশু (সত্য ঘটনা অবলম্বনে)
পথশিশু (সত্য ঘটনা অবলম্বনে)
......................….....
তারেক আল মামুন (তরুন)
❑
২০০৫ সালের ডিসেম্বর মাস। কমলাপুর
রেলস্টেশনের একটা প্লাটফর্মে আমরা ১০ বন্ধু "তূর্ণা নিশিতা" ট্রেন এর অপেক্ষায়৷
উদ্দেশ্য চট্টগ্রাম হয়ে কক্সবাজার যাওয়া। বিকাল থেকে স্টেশনে বসে আছি। ১০ জনের মধ্যে
অনেকেই ঢাকায় নতুন। এদিক সেদিক ঘোরাঘুরি, হালকা খাওয়া দাওয়া আর গল্পগুজব করে সময় পার
করার চেষ্টা করছি। সন্ধ্যা গড়িয়ে রাত।
আমাদের আসরের একটু অদূরে ৯/১০ বছরের
একটা ছেলে বসে আছে। ছেলেটার গায়ে মলিন পোশাক হলেও তার চেহারার মধ্যে কেমন জানি একটা
আভিজাত্যের ছাপ। আমি বেশ কয়েকবার ছেলেটিকে খেয়াল করলাম। মনে হলো ছেলেটি ক্ষুধার্ত।
ছেলেটির কাছে গিয়ে জিজ্ঞেস করলাম তোমার
নাম কি?
---- আব্দুর রহমান।
রাতে কিছু খেয়েছো?
----- না খাওয়া হয়নি৷
আমার হাতে একটা আপেল ছিলো। আমি আপেলটা
তাকে দিতে চাইলাম।
সে নিতে অস্বীকার করলো।
আমি পকেট থেকে ৫০ টাকার একটা নোট বের
করে তাকে দিতে চাইলাম।
সে বললো
------ আপনার টাকা আমি কেন নিবো? আমি
তো আপনার কোন কাজ করি নি।
কোন ভাবেই তাকে আপেল কিংবা টাকাটা
দিতে পারলাম না। অল্প বয়সী ছেলেটার ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করলো আমি তার সাথে আলাপ
জমানোর চেষ্টা করলাম।
---- তোমার বাবা কী করেন?
------ বাবা মারা গেছে অনেক আগেই।
মা এক ব্যাটার লগে চইল্যা গেছে।
------ রাতে থাকো কোথায়? খাও কোথায়?
----- স্টেশনে থাকি। সারাদিন যাত্রীদের
মালামাল টেনে যে টাকা পাই তাই দিয়ে খাবার কিনে খাই। কিন্তু কারো কাছে হাত পাতি না।
আমার চোখের কোনে পানি জমা হতে লাগলো।
মনে মনে ভাবতে থাকলাম আহারে! ছেলেটার কী কষ্ট! কোনমতে চোখের পানি সংবরণ করে তাকে বললাম,
------ বড় হয়ে কী হতে চাও?
------ ডাক্তার হতে চাই। যাতে আর কেউ
আমার বাবার মতো বিনা চিকিৎসায় মারা না যায়।
আর কিছু বলার সুযোগ না দিয়ে ছেলেটা
উঠে চলে গেল। ক্রমেই ছেলেটা ভীরের মধ্যে হারিয়ে গেল। আমার চোখটা ধীরে ধীরে ঝাপসা হয়ে
এলো।
হঠাৎ বন্ধুদের ডাকে সম্বিত ফিরে পেলাম।
আড্ডায় এসে যোগদান করলাম। আড্ডায় তেমন মন নেই। শুধু ছেলেটার কথাই ভাবছি।
একটা পথশিশুর ব্যক্তিত্বের কাছে আমি
পরাজিত, পরাজিত এই সমাজ, পরাজিত সমাজের লোভী মানুষগুলো।
ট্রেন ছাড়ার আগ মূহুর্ত পর্যন্ত শিশুটির
জন্য অপেক্ষা করলাম। কিন্তু আর দেখা পেলাম না।
দীর্ঘ ১৫টি বছর ধরে বিভিন্ন সময়ে শিশুটির
কথা আমার মনে হয়েছে। মনে হয়েছে সবাই যদি শিশুটির মতো লোভ লালসা মুক্ত হতে পারতো। একজন
পথশিশুর মাঝে আমি যে ব্যক্তিত্বের পরিচয় পেয়েছি, কর্মজীবনে অনেক কর্মকর্তা ও কর্মচারীদের
মধ্যে তেমন পাইনি। বিনা পরিশ্রমে পারিশ্রমিক না নেওয়ার বড় শিক্ষা শিশুটি আমায় দিয়েছে।
জানিনা শিশুটি কেমন আছে? কোথায় আছে?
তবে যেখানেই থাকুক ভালো থাকুক।
No comments