এমন সুদিন
এমন সুদিন
আসবে কবে এমন সুদিন
বইবে মধুর হাওয়া
আঁধার কেটে ফুটবে আলো
মিটবে মনের চাওয়া।
সবার মতো ঐ আকাশে
উড়ার যত সাধ
পূর্ণ হবে ইচ্ছে আপন
সাধবে না কেউ বাঁধ।
আসবে কবে এমন সুদিন
বইবে মধুর হাওয়া।
স্তব্ধতা আর থাকবেনাকো
জমবে শুধুই পাওয়া।
সবার সাথে তাল মিলিয়ে
চলবে প্রিয় কাজ
চিত্তখানি নাচবে তখন
ধরবে কত সাজ।
আসবে কবে এমন সুদিন
বইবে মধুর হাওয়া
মন খারাপের দৃশ্যগুলো
হবেই হবে হাওয়া। া
বন বাদাড়ে পাখ- পাখালির
মিষ্টি মধুর কূজন
গাছের পাঁকা পেঁপে দিয়ে
বনবিড়ালের ভোজন।
আসবে কবে এমন সুদিন
বইবে মধুর হাওয়া
আশার ফসল থাকবে মুঠোয়
রইবে না সেই চাওয়া।
ভাবনারা সব, লুটোপুটি খাবে,
মেলবে তারই ডানা।
আলোয় আলোয় নাচবে ভূবন
করবেনা কেউ মানা।
No comments