মন মন্থনে _ শামসুন ফৌজিয়ার লেখা
মন মন্থনে
যখন দূরে থাকো তখন মনে হয় সবই ফাঁকা
যখন পাশে থাকো চারিদিক আঁধারে ঢাকা!
এ কেমন খেলা বিধি জগত সংসারে
নিত্য ভাসি আমি ভাবনার অথৈ পাথারে!
সুখচিন্তা দুঃশ্চিন্তা মন মুকুরে কুহুক কর্ণে
নব পত্র সজ্জিত হলদে আভা সবুজ বর্নে
তোমারই এই ধামে সুখ-সজ্জন খুঁজি সদাই
সজ্জন হয় দূর্জন মহা সংকটে সব বিড়ম্বনাই!
কী করিলে বলো শুদ্ধ হবো খাঁটি হবে অন্তর?
দিবা নিশি মোহাবেশ ছদ্মে ভুলি যে নিরন্তর।
যদি কভু মিছে হয় দুঃসহ বিশ্বাসের জগত
কূল কূল রবে আর বইবেনা জানি এ রজত।
সংসারে যত আছে কুটিল আর সুশীল
আমি যেন থাকি সদা তোমার ধ্যানে নতশির।
মন মন্থনে আজি শান্তি সুধা নাহি ঢালে বারি
বিশ্ব শান্তি আজ লুণ্ঠিত ধুলায় সইতে না পারি।
Shamsun Fouzia
New York, USA
No comments